জাতীয় মসজিদে এরশাদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত

প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ১৮:৫৮

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় জানাজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) আসরের নামাজের পর তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন এরশাদের অসংখ্য ভক্ত, নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় জাতীয় মসজিদ।

জানাজার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, বাংলাদেশের মানুষের জন্য তার বিপুল অবদান। ইসলামের জন্য তিনি অনেক কাজ করেছেন। মানুষ হিসেবে কথা ও কাজে ভুলত্রুটি থাকতে পারে। আমি এরশাদের ভাই হিসেবে ক্ষমা চাই। দোয়া চাই। তাকে সবাই ক্ষমা করে দেবেন। তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন।

এর আগে বিকাল ৫টায় সাবেক এ রাষ্ট্রপতির মরদেহ ফ্রিজার ভ্যানে বায়তুল মোকাররম মসজিদে আনা হয়।

এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে সোমবার দুপুরে এরশাদের মরদেহ নিয়ে আসা হয় কাকরাইলের দলীয় কার্যালয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত