সীমান্তে গুলিবদ্ধ ভারতীয় রাখাল আটক

প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ১২:৫৯

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র তাড়া খেয়ে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়া ভারতীয় রাখাল মফিজুল সরদারকে (২৩) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

১৪ জুলাই (রবিবার) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, ভারতীয় রাখাল মফিজুল সরদার সীমান্তের চোরাই পথে ১টি গরু নিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ১৫৩ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ দুবলিয়া ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। পরে বিএসএফ সদস্যদের ধাওয়া খেয়ে বাংলাদেশে প্রবেশ করলে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী বিওপি’র কর্তব্যরত টহলদল তা‌কে ওই এলাকা থেকে আটক করে।

আটক রাখালের শরীরে রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত