বাবার জন্য দোয়া করবেন: এরিক এরশাদ

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ১৩:৪৯ | আপডেট: ১৪ জুলাই ২০১৯, ১৪:২৪

বাবা হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে এরিক এরশাদ।

রবিবার (১৪ জুলাই) মৃত্যুর খবর পেয়ে বাবা হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আসেন এরিক।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার বাবা মারা গেছেন। সবাই বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাবাকে বেহেশত দান করেন।

উল্লেখ্য, রবিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এরশাদ। গত ৪ জুলাই থেকে সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন। ৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।