বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী

প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১৭:২৪

শনিবার সকাল থেকে শুরু হওয়া ছয় ঘণ্টার বৃষ্টিতে ফের তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। গত এক সপ্তাহে এ নিয়ে তিন দফা বড় ধরনের জলাবদ্ধতা দেখা দিল চট্টগ্রাম নগরীতে।

শনিবার (১৩ জুলাই) সকাল থেকে শুরু হওয়া ছয় ঘণ্টার বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় হাঁটু থেকে কোমর পানি জমে যায়।

নগরের আগ্রাবাদ, সল্টগোলা, মুরাদপুর, পতেঙ্গা, মোগলটুলি, নয়াবাজার, অক্সিজেন মোড়, চাক্তাই, খাতুনগঞ্জ, হালিশহর, গোসাইলডাঙ্গা, মুরাদপুর, কাপাসগোলা, রহমতগঞ্জ, হেম সেন লেন, জামালখান, চরচাক্তাই, বাকলিয়া, মাস্টারপুল, দুই নম্বর গেট, প্রবর্তক, পাঁচলাইশ, বহদ্দারহাট, চান্দগাঁও সহ বিভিন্ন এলাকা প্রায় দুই ঘণ্টা ধরে পানির নিচে ছিল।

নগরীর হালিশহর এলাকার বাসিন্দা আমির হোসেন বলেন, বৃষ্টিতে তার দোকানে হাঁটু পানি জমে। ওই এলাকার অধিকাংশ বাসাবাড়িতে পানি জমেছে।

সকালে শুরু হওয়া বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসগামী নগরবাসী। আগ্রাবাদ কমার্স কলেজের এক শিক্ষার্থী বলেন, সকাল ১০টায় পরীক্ষা ছিল। তাই সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাই। তখন বাদামতলী থেকে কলেজ পর্যন্ত হাঁটু পানি ছিল। এরপর দুপুর ১২টায় পরীক্ষা দিয়ে বের হয়ে দেখি কলেজের সামনে পানি আরও বেড়ে গেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরে ৬০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় পাহাড়ধসের সতর্কবার্তা জারি করা হয়েছে।

প্রবল বৃষ্টির মধ্যে নগরের বায়েজিদ থানাধীন আরেফিন নগর এবং খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত