ঝালকাঠিতে শৃঙ্খলা ফেরাতে সড়কে নারী পুলিশ সুপার

প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১৬:৩৪

রহিম রেজা

ঝালকাঠিতে মোটর সাইকেলসহ যানবাহনের শৃঙ্খলা ফেরাতে হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ সকল প্রকার কাগজ সাথে রাখা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে দিনভর অভিযানে চালিয়েছে ঝালকাঠি জেলা পুলিশ।

ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক আইন বাস্তবায়নের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দেন তিনি। শনিবার (১৩ জুলাই) সকালে ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নিজে উপস্থিত থেকে যানবাহনের কাগজ যাচাই বাছাই করেন।

যাদের কাগজ ত্রুটিযুক্ত তাদেরকে মামলা এবং যাদের কাগজ ত্রুটিমুক্ত তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

পুলিশ সুপার জানান, এখন থেকে প্রতি শনিবার  ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত