দ্বিতীয় দফার পরীক্ষাতেও দুধে মিললো এন্টিবায়োটিক

প্রকাশ | ১৩ জুলাই ২০১৯, ১৪:৩৪

গত ২৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের ফার্মেসি লেকচার থিয়েটার আয়োজিত সংবাদ সম্মেলনে দুধ ও অন্যান্য খাদ্যপণ্য পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হয় যাতে ৫ টি কোম্পানির দুধের নমুনায় এন্টিবায়োটিক ও ডিটারজেন্ট পাওয়া যায়।

উক্ত পরীক্ষাতে ৫ টি কোম্পানির ৭ টি নমুনা ও ৩ টি খোলা দুধের নমুনা নেওয়া হয়।

গত সপ্তাহে একই পরীক্ষা পুনঃরায় আরেকদফা করা হয়। প্রথমবারের মতো এবারও পূর্বোক্ত ৫টি কোম্পানির ৭ টি পাস্তুরিত প্যাকেটজাত দুধের একই জায়গা থেকে সংগৃহীত নমুনা এবং একই জায়গা থেকে খোলা দুধের সংগৃহীত ৩ টি নমুনা, অর্থাৎ সর্বমোট ১০টি নতুন নমুনায় এন্টিবায়োটিকের উপস্থিতি একই নিয়মে একই উন্নত ল্যাবে পরীক্ষা করা হয়। এর ফলাফল আগের মতো উদ্বেগজনক। এবারও সবগুলো নমুনাতে এন্টিবায়োটিক সনাক্ত করা গেছে।

এন্টিবায়োটিকের মোট সংখ্যা ছিল ৪টি (অক্সিটেট্রাসাইক্লিন, এন্রোফ্লেক্সাসিন, সিপ্রোফ্লেক্সাসিন এবং লেভোফ্লেক্সাসিন)। এর মধ্যে আগের বারে ছিল না এমন এন্টিবায়োটিক পাওয়া গেছে ২ টি (অক্সিটেট্রাসাইক্লিন, এন্রোফ্লেক্সাসিন)।
১০টি নমুনার মধ্যে ৩টিতে এন্টিবায়োটিক পাওয়া গেছে ৪টি, ৬টিতে পাওয়া গেছে ৩টি এবং ১টিতে পাওয়া গেছে ২টি এন্টিবায়োটিক।

গবেষণা দলের প্রধান ছিলেন অধ্যাপক আ ব ম ফারুক।

সাহস২৪.কম/জুবায়ের/জয়