কয়েক ঘন্টার বৃষ্টিতে এলিফেন্ট রোডে জলাবদ্ধতা

প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ১৫:৩৫

অল্প বৃষ্টিতেই তলিয়ে যেতে দেখা যায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার সড়ক। জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের অভাবে বছরের পর বছর দুর্ভোগ পড়ে আসছে মানুষ।

শুক্রবার (১২ জুলাই) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি পড়ছে। কখনো কখনো হচ্ছে ভারী বৃষ্টিপাত। রাজধানীর অনেক জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।

তবে আজ সরকারি ছুটির দিন হওয়ার কারনে রাস্তায় গনপরিবহন ছিল কম। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারনে মুসল্লিদের জুম্মার নামাজ পড়তে অনেক ভোগান্তির শিকার হতে হয়।

আজ রাজধানীর এলিফেন্ট রোডে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার অনেকাংশে হাঁটু পরিমাণ পানি জমে আছে। এর মধ্যে বাটা সিগন্যালের দিকে পানির পরিমাণ বেশি। সড়কের দুপাশের ফুটপাতও পানিতে তলিয়ে আছে। এর মধ্যে পথচারীরা ফুটপাতে ভিজে চলাচল করছে। সড়কে ব্যক্তিগত যান, পিকআপ ও রিকশা চলাচল করছে। দ্রুতগতিতে কোনো গাড়ি গেলেই ঢেউয়ের পানি পথচারী ও দোকানের ওপর গিয়ে পড়ছে।

এছাড়াও টানা বৃষ্টিতে রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১, ফার্মগেট, সংসদ ভবন এলাকা, আগারগাঁও, কালশী এলাকার সড়কে হাঁটুপানি জমে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত