বান্দরবানে পানিবন্দি ৩০ হাজার মানুষ

প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ১২:১৭

প্রায় এক সপ্তাহ ধরে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাত উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ফলে সারা দেশের সঙ্গে পার্বত্য এ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা থেকে বন্যার পানিতে প্লাবিত হয়েছে অভ্যন্তরীণ সড়ক ও গ্রাম।

গত শনিবার থেকে শুরু হওয়া এ বর্ষণ ও ঢলে এরই মাঝে বান্দরবান সদর, রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার অধিকাংশ জায়গা প্লাবিত হয়েছে।

এদিকে চার দিন ধরে প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় বান্দরবানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ কাঁচামালের সংকট দেখা দিয়েছে। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে মন্দা ভাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত