x

এইমাত্র

  •  করোনা সঙ্কটে কর্মস্থলে অনুপস্থিত:ফেঁসে যাচ্ছেন ১১ কর্মকর্তা
  •  করোনা: বাংলাদেশে শুধু বয়স্ক নয়, ঝুঁকিতে সব বয়সীরাই
  •  বিএসএমএমইউ’র অধ্যাপক ও মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত
  •  লকডাউনের মধ্যে বিয়ে করে বরখাস্ত হলেন সরকারি কর্মকর্তা
  •  মসজিদে পাঁচের অধিক মুসল্লি, লক্ষ্মীপুরে ইমাম আটক

ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ : ১১ জুলাই ২০১৯, ১৮:১০

ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী পেয়ারার ভাসমান হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। ১১ জুলাই সকাল নয়টায় তিনি পেয়ারার ভাসমান হাটে এসে পৌঁছান।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুল দিয়ে বরণ করে নেন। মিলার প্রথমে ভীমরুলী গ্রামের খালের ভাসমান পেয়ারার হাটে নৌ-ভ্রমণ করেন। পরে তিনি পেয়ারার ডিঙি নৌকায় চড়ে স্থানীয় পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ভ্রমণ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি পেয়ারার ভাসমান হাটের প্রশংসা করেন।

সাহস২৪.কম/জুবায়ের/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত