রাজশাহীর সাথে রেল যোগাযোগ এখনও বন্ধ

প্রকাশ : ১১ জুলাই ২০১৯, ১১:১৬

রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকায় তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সারদা স্টেশন থেকে এক কিলোমিটার দূরত্বে এসে দুর্ঘটনা ঘটলেও এখনও রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

এতে বন্ধ রয়েছে ঢাকার সাথে রাজশাহীর রেল পথের যোগাযোগ। এই ঘটনায় সহকারী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

জানা গিয়েছে, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বগিগুলো উদ্ধারের কাজ চলছে।

জানা যায়, রাত ১২টা পর্যন্ত লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধারে তেমন কোনো অগ্রগতি ছিল না। ঘটনাস্থলে রেলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বগিগুলো উদ্ধারের চেষ্টা করছেন। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। একই কারণে উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে উপস্থিত হতে দেরি হয়। তবে বৃষ্টি উপেক্ষা করেই উদ্ধার কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশি) মিজানুর রহমান সকালে জানিয়েছেন, তিনটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। আরোও ছয়টি বগি উদ্ধার করা বাকি রয়েছে। তবে রেল লাইনও ক্ষতিগ্রস্ত হওয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক হতে সময় লাগবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত