পুলিশের পোশাক গায়ে নিয়ে ডাকাতি; গ্রেপ্তার ৮

প্রকাশ : ১১ জুলাই ২০১৯, ১০:১৫

পুলিশের পোশাক পরে, কাঁধে র‌্যাংক ব্যাজ ও হাতে ওয়াকিটকি নিয়ে মাইক্রোবাসে ঘুরে স্বর্ণ ব্যবসায়ী ও মোটা অংকের টাকা বহনকারী ব্যক্তিদেরকে টার্গেট করে ডাকাতি করছে একটি চক্র। পুলিশ সেজে ডাকাতি করা এমন চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলো- মো. আলাউদ্দিন (৪৮), মো. সবুজ মিয়া (৪৮), মো. রাসেল মাহমুদ সরকার (৩৬), মো. জুয়েল শিকদার (৪২), নিবাস কুমার সরকার ওরফে স্বপন (৩৩), মো. রাসেল (২৪), মো. দবিরুল মিয়া (৩২) ও মো. হাসানুল বান্না (২৫)।  

আটকের সময় তাদের নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত ঢাকা রেঞ্জ পুলিশের ডিপসাইন লাগানো এসআই পদ মর্যাদার র‌্যাংক ব্যাজসহ ১ সেট জেলা পুলিশের ইউনিফর্ম, ১টি স্কুল ব্যাগ, পুলিশ মনোগ্রাম খচিত ১টি চামড়ার বেল্ট, ১ জোড়া হ্যান্ডকাপ, ২টি ওয়াকিটকি, ১টি রামদা, ১টি চাপাতি, মাইক্রোবাসের ড্যাশবোর্ডের সামনে বাংলায় পুলিশ লেখা একটি স্টিকার, ১টি সিগন্যাল লাইট, ১টি বেতের লাঠি, ১টি হাইএইস মাইক্রোবাস, ১টি টিভিএস মোটরসাইকেল ও ডাকাতি করা ১০,৪৯,০০০ টাকা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানানো হয়েছে, পুলিশ সেজে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ডাকাতি করছে একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে ৯ জুলাই ৭টা ৪৫ মিনিটে গোয়েন্দা দক্ষিণ বিভাগের গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল আলমের নেতেৃত্বে একটি দল রাজধানীর গুলিস্তান হকার্স মালিক সমিতি মার্কেটের বিপরীত পার্শ্বে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে উল্লেখিত সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তাঁতী বাজার এলাকার স্বর্ণ ব্যাবসায়ী ও ঢাকা শহরের মোটা অংকের টাকা বহনকারীরাই ছিল তাদের প্রধান টার্গেট। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে টার্গেটকৃত ব্যক্তিদের মাইক্রোবাসে তুলে ভয়ভীতি দিয়ে স্বর্ণের বার, স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়।

এই বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে। পরে বিজ্ঞ আদালত ১০ জুলাই ধৃত ডাকাতদের কারাগারে প্রেরণ করেছেন।

সাহস২৪.কম/জুবায়ের/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত