কক্সবাজার সৈকতে অজ্ঞাত ছয় জেলের মৃতদেহ

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ১১:২৪ | আপডেট: ১০ জুলাই ২০১৯, ১৪:১৮

কক্সবাজার সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় একটি ফিশিং ট্রলার থেকে অজ্ঞাত ছয় জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের কক্সবাজার সি-গাল পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। 

সৈকতের শৈবাল পয়েন্টে মুমূর্ষু অবস্থায় ভেসে আসা একজনের নাম জুয়েল এবং অপর জনের নাম মনির মাঝি। তাদের দুই জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জুয়েল জানান তাদের বাড়ি ভোলা জেলায়। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

জুয়েল আরও জানান, গত রবিবার (৭ জুলাই) ভোলা থেকে ১৫ জনের একটি ট্রলার নিয়ে বের হন তারা। বৈরী আবহাওয়ায় পড়ে তাদের ট্রলার যায়। এরপর আর তাদের কোনকিছুই মনে নেই। তারা কোথায় গেছে কি অবস্থা হয়েছে কিভাবে এখানে আসলেন তার কিছুই মনে নেই।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এএসপি ফখরুল করিম জানান, সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। তবে এটি বাংলাদেশের নাকি মিয়ানমারের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা এটি মিয়ানমারের ট্রলার।