রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে যুক্তরাজ্য

প্রকাশ : ০৮ জুলাই ২০১৯, ১৭:১০

রবার্ট ডিকসন

সাম্প্রতিক সময়ে চলমান রোহিঙ্গা শরণার্থী বিষয়ক সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাজ্য থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ডিকসন। সোমবার (৮ জুলাই) দুপুরে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিকাব টক-এ তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা সমস্যায় চীনের অবস্থান নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা পত্র-পত্রিকায় যা পড়েছি, তা উৎসাহজনক। আমরা বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে আরও কিছু জানতে চাইবো।’ এই সমস্যা সমাধানে চীন আরও বেশি যুক্তি হবে বলে তিনি আশা করেন।  

রবার্ট ডিকসন বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধান টেকসই হতে হবে এবং এতে দায়বদ্ধতা থাকতে হবে।’

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, “এটি গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ।” 

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আরও বলেন, ‘লন্ডনে আমরা কানাডার সহযোগিতায় মিডিয়া ফ্রিডম নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে বাংলাদেশের সাংবাদিকরাও অংশগ্রহণ করছেন।’

সাহস২৪.কম/জুবায়ের/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত