ভারতীয় ৩২ ট্রলার সহ ৫ শতা‌ধিক জে‌লে আটক

প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ১৮:৪৮

পটুয়াখালীর পায়রাবন্দর সংলগ্ন বঙ্গোপসাগরের কলাপাড়ায় অবৈধভা‌বে বাংলাদেশের জলসীমায় প্রবেশ ও মাছ শিকা‌রের অভিযোগে ৩২টি ভারতীয় ফি‌শিং ট্রলারসহ ৫ শতা‌ধিক জে‌লে‌কে আটক ক‌রে‌ছে কোস্টগার্ড।

রবিবার (৭ জুলাই) দুপু‌রে পায়রাবন্দর সংলগ্ন ব‌ঙ্গোপসাগ‌রে টহলরত অবস্থায় সাগর থে‌কে ভারতীয় ট্রলারগু‌লো আটক করা হ‌য়।

কোস্টগার্ড জানিয়েছে, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে দিক হারিয়ে ট্রলারগুলো রামনাবাদ চ্যানেলে প্রবেশ করে। পশ্চিমবঙ্গ এলাকার এ ট্রলারগুলো সাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে দিক হারায়। এগুলোর প্রতিটিতে ছিল ১৫ থেকে ১৮ জন জেলে।

ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সঙ্গে আলাপ ক‌রে পরব‌র্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে বলে জানিয়েছেন কলাপাড়া কোস্টগা‌র্ডের ক‌ন্টিন‌জেন্ট অফিসার (পে‌ডি) বাবুল আক্তার।

এসব ট্রলা‌রে মাছ ছাড়া অন্য কোনো অবৈধ মালামাল রয়েছে কিনা তা খুঁ‌জে দেখা হ‌চ্ছে জানিয়ে তিনি বলেন, ট্রলার ও আটকদের বর্তমা‌নে পায়রা বন্দ‌রে রাখা হয়েছে। আর জে‌লে‌দের তা‌লিকা তৈরির কাজ চল‌ছে। কোনো ট্রলা‌রে ২০ জন, ২২ জন, আবার কোনো ট্রলা‌রে ১৮ জন, ১৭ জন ক‌রে জে‌লে র‌য়ে‌ছেন। যে কার‌ণে আটক হওয়া জে‌লের স‌ঠিক সংখ্যা জানা‌নো সম্ভব হ‌চ্ছেনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত