হরতাল কার্যকারিতা হারিয়েছে: সেতুমন্ত্রী

প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ১৬:৫৯

হরতালের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা শহরে হরতালের কোনো চিহ্ন নেই। চলছে যানজট। হরতাল নামক ‘অস্ত্রে’ মরিচা ধরে গেছে। এটি কার্যকারিতা হারিয়েছে।

রবিবার (০৭ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, রাজধানীসহ কোথাও হরতাল হয়নি। পরিবহন ব্যবস্থা সবকিছু স্বাভাবিক ছিল। জনজীবনে হরতালের কোনো প্রভাব পড়েনি। গ্যাসের মূল্যবৃদ্ধির পরও ভর্তুকি দিতে হবে। গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবসম্মত।

বিদ্রোহী প্রার্থীদের ছাড় দেওয়া হবে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসিপ্লিন ব্রেক করার সুযোগ পেলে এর প্রবণতা বাড়ে। তাই এর লাগাম টেনে ধরতে চাই। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত