শাহবাগে বাম জোটের অবস্থান

প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ১২:৪৯

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে চলছে গণতান্ত্রিক বাম জোটের হরতাল। এসময় হরতালের সমর্থনে বাম জোটের নেতা কর্মীরা শাহবাগে অবস্থান নেন। এতে করে শাহবাগে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকাল সাতটা থেকেই পল্টনে অবস্থান নেন হরতালের সমর্থনকারীরা। সেসময় তারা ঐ রাস্তায় গাড়ি চলাচলে বাধা দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তখন বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক হযরত আলীকে আটক করে পুলিশ। তবে কিছুক্ষন পরেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

সকালেই প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা টিএসসি থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি ঘুরে শাহবাগ মোড় অবস্থান নেন। এ কারণে আশেপাশের এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে ঢাকা শহরের অন্যান্য এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে দেখা গিয়েছে।

উল্লেখ্য, গণতান্ত্রিক বাম জোটের এই হরতাল চলবে বেলা ২ টা পর্যন্ত। হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত