হরতালের প্রভাব নেই রাজধানীতে

প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ১১:৪৮

সব ধরনের ব্যবহারের গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতালের প্রভাব নেই রাজধানীতে। হরতালে সরকারবিরোধী বড়দল ও সাধারণ মানুষের সমর্থন থাকলেও নগরীর বিভিন্ন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

রবিবার (৭ জুলাই) সকাল থেকেই গণপরিবহন গুলোতে সাধারণ কর্মমুখী মানুষের ভিড়।

সরেজমিনে দেখা যায়, মোহাম্মাদপুর বাস স্ট্যান্ড, আসাদগেট, সাইন্সল্যাব, শাহবাগ, পল্টন ও কাকরাইল এলাকায় যানবাহনের সংখ্যা স্বাভাবিক।

বাম জোটের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে শাহবাগ এবং পল্টন এলাকায় অবস্থান নিয়েছেন। হরতালের সমর্থনে সকাল থেকে শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে প্রগতিশীল ছাত্রজোট। পুলিশ তাদের পাশেই অবস্থান নিয়েছে। তবে হরতালের সমর্থন দেওয়া বিএনপি ও গণফোরামের কাউকে মাঠে দেখা যায়নি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা আনোয়ারুল ইসলাম বলেন, ‘সরকার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করতে পারছে না। কিন্তু তারা গ্যাসের দাম বৃদ্ধি করছে, এতে লাভ কার?’

এদিকে হরতালকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সর্দার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত