মেডিসিন সাপোর্ট নিয়ে বেঁচে আছেন এরশাদ

প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ১৫:২৭

মেডিসিন সাপোর্ট নিয়ে বেঁচে আছেন এরশাদ। তবে শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, উনি এখনও শঙ্কামুক্ত নয়। ওনার অবস্থা আশঙ্কাজনক। মেডিসিন সাপোর্ট দেয়া হচ্ছে। সেই সাপোর্ট চলতে থাকবে। মেডিসিন সাপোর্ট নিয়ে বেঁচে আছেন উনি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জি এম কাদের।

সেপটিক শকের রোগীদের জীবাণুগুলোকে কালেক্ট করার জন্য যে সিস্টেম, সেটা চালু করা হয়েছে জানিয়ে এরশাদের ছোট ভাই বলেন, ওটা গতকাল দিয়েছে, গত পরশু দিয়েছে, আজকেও ওনাকে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই দুটো দেওয়ার ফলে ওনার শরীরে যে বাড়তি পানির অংশ ছিল, বিষাক্ত পদার্থ, রোগ-জীবাণুর কিছু অংশ, চিকিৎসকরা এই ফিল্ট্রেশনের মাধ্যমে বের করে নিচ্ছেন। তাতে ওনার অবস্থা অনেক ভালোর দিকে এসেছে এবং উনি স্বাভাবিকভাবে থাকছেন এবং জ্বালা-যন্ত্রণা বা অস্বস্তিটা এখন আর নেই।

সম্মিলিত সামরিক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে থাকা এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে গতকাল জানিয়েছিলেন জি এম কাদের। সেদিন এরশাদের জন্য দোয়াও চান তিনি।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত