রাজধানীতে বাসের ধাক্কায় এএসআই নিহত

প্রকাশ | ০৬ জুলাই ২০১৯, ১৩:১২ | আপডেট: ০৬ জুলাই ২০১৯, ১৮:০৮

রাজধানী ঢাকার যাত্রাবাড়ি মোড়ে বাসের ধাক্কায় মো. খাইরুল (৩০) নামের ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল ইসলাম (৩০) দায়িত্বপালনরত অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার সৈয়দ জিয়াউজ্জামান।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক পূর্ব) মুহাম্মদ কামরুজ্জামান বলেন, রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস খাইরুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খায়রুল ডিউটি করছিল, কিন্তু তার পরিহিত প্যান্টের পকেট ছিঁড়ে যাওয়ায় থানায় সেটা পাল্টাতে যাচ্ছিল। রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

বাসটি কিশোরগঞ্জ-ভৈরব রুটের বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান। ময়নাতদন্তের জন্য খায়রুলের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।