বাংলাদেশ-চীন বৈঠক; একাধিক চুক্তি সই

প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১৩:১৭

চীন ও বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর এই চুক্তি ও সমঝোতা স্বারকে সই হয়।

এর আগে শেখ হাসিনা গ্রেট হল অব দ্য পিপলে পৌছালে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। তারপর সেখানে দুই প্রধানমন্ত্রীর প্রায় আধা ঘন্টা বৈঠক চলে। 

তবে কি ধরণের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তা এখনও জানা যায়নি।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত