বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

প্রকাশ | ০৩ জুলাই ২০১৯, ১৩:১৬

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের রাজধানী বেইজিংয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। পাঁচ দিনের সফরের অংশ হিসেবে বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।

বুধবার (৩ জুলাই) সকালে এয়ার চায়নার একটি চার্টার্ড প্লেনে প্রধানমন্ত্রী দালিয়ান থেকে রওয়ানা হয়ে বেইজিংয়ের বিমানবন্দরে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের সহ-পররাষ্ট্র মন্ত্রী কিং গ্যাং। পরে তাকে গার্ড অব অনার দেয় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহকারে রাষ্ট্রীয় অতিথি ভবন ডাইয়াউতাইয়ে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন। বেইজিংয়ে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর যোগদানের কথা রয়েছে।

শেখ হাসিনা ৪ জুলাই সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে এবং গ্রেট হল অব দ্য পিপল-এ বীরদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং গ্রেট হল অব দ্য পিপল-এ এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।