ড্রেজার মেশিন জব্দ

সিরাজগঞ্জে যমুনা থেকে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

প্রকাশ : ২৯ জুন ২০১৯, ২০:০৮

সিরাজগঞ্জ শহর রক্ষায় যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ শহরবাসী।

২৯ জুন (শনিবার) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন মহল্লার সাধারণ নারী ও পুরুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম মন্ডল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ চঞ্চল প্রমুখ।

বক্তরা বলেন, যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা না হলে চলতি বর্ষ মৌসুমে শহর রক্ষা বাঁধ ভেঙ্গে শহর তলিয়ে যেতে পারে। বক্তরা বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে মানববন্ধনের খবর পেয়ে যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে নূপা মল্লিকা নামে একটি ড্রেজিং মেশিন জব্দ ও চার জনকে আটক করা হয়। পরে সদর উপজেলার সহকারী কমিশনার ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান নূপা মল্লিকা ড্রেজিং মেশিন মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত