চাঁপাইনবাবগঞ্জে হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১৫:৩৮

চাঁপাইনবাবগঞ্জে হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ও গুণীজন সম্মাননা-২০১৯ অনুষ্ঠান হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অধ্যাপক ডা. নওয়াব আলী হোমিওপ্যাথিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ত করেন হোমিওপ্যাথি স্টাডি সার্কেল চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ডা. আফসার আলী। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শংকর কুমার কুন্ডু। অনুষ্ঠানে সাত গুণী ব্যক্তিকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন, হোমিওপ্যাথি স্টাডি সার্কেলের উদ্যোক্তা ডা. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক ও উপদেষ্টা ডা. আখতারুজ্জামান, ভেড়ামারা হোমিওপ্যাথী কলেজের অধ্যক্ষ ডা. কামরুল ইসলাম, শিক্ষক ও  সদস্য ডা. আব্দুল ওয়াদুদ সেলিম, হেলথ কেয়ার সেন্টার চাঁপাইনবাবগঞ্জের প্রশিক্ষক ডা. আব্দুর রহিম, ডা. রাতুল মাহমুদ সজল প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত