জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হবে: ডিএমপি

প্রকাশ | ২৭ জুলাই ২০১৬, ১২:২৩ | আপডেট: ২৭ জুলাই ২০১৬, ১৩:৩৭

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদী কার্যক্রম বরদাশত করা হবে না। জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হবে।

বুধবার ( ২৮ জুলাই) সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদ আইনশৃঙ্খলার সমস্যা নয়। এটি নাগরিক, সামাজিক ও বৈশ্বিক সমস্যা। কাজেই এ সমস্যাকে সামাজিকভাবে মোকাবিলা করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, যারা মসজিদে, ঈদের জামাতে হামলা করে, তারা কেমন মুসলিম!
আলোচনায় তিনি জঙ্গিবাদ দমনে পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে বলে উল্লেখ করে বলেন, জঙ্গিবাদ দমনে উন্নত বিশ্ব বহু অর্থ ব্যয় করেও যা করতে পারছে না, বাংলাদেশের পুলিশ সীমিত সম্পদ নিয়ে তার চেয়ে বেশি সাফল্য দেখাচ্ছে।
জঙ্গিবাদ দমনে যারা পুলিশের সমালোচনা করেন, তাঁদের কঠোর সমালোচনা করেন আছাদুজ্জামান মিয়া।