আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১২:১৭

সাহস ডেস্ক

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ রবিবার তাদের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

১৯৪৯ সালের ২৩ জুন পুরানো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

দেশের অন্যতম প্রাচীন দলটি সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় এটি মুক্তিযুদ্ধে জাতিকে নেতৃত্ব দেয়।

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।

আ’লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছু সময় ধরে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে দলের প্রধান হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত