নাটোরে বাস চলাচলে ফের বাধা

প্রকাশ | ২৬ জুলাই ২০১৬, ১৮:৫১

রাজশাহী প্রতিনিধি

নাটোরের ওপর দিয়ে রাজশাহীর বাস চলাচলে আবারও বাধা দিয়েছে স্থানীয় পরিবহন শ্রমিকরা। ফলে রাজশাহী সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে।

রাজশাহী জেলা মোটর-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, নাটোরের বাস মালিকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে নাটোরের ওপর দিয়ে বাস চলাচল করতে দিচ্ছেন না নাটোরের শ্রমিকরা। ফলে নাটোর হয়ে ঢাকাসহ দক্ষিণ ও উত্তরাঞ্চলে রাজশাহী থেকে বাস যেতে পারছে না। এর প্রতিবাদে রাজশাহীর সব বাসই বন্ধ রাখা হয়েছে।

এদিকে, হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। 

ঢাকাগামী যাত্রী রাজশাহী নগরীর মিরাজুল ইসলাম বলেন, সকাল নয়টার দেশ ট্রাভেলসের একটি বাসে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু বাস কাউন্টারে এসে জানতে পারেন, বাস চলাচল বন্ধ। এতে করে জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি।

প্রসঙ্গত, ঈদের কয়েকদিন আগেও একই ঘটনায় নাটোর দিয়ে বাস চলাচল বন্ধ ছিল। ওই সময় নওগাঁ এবং বগুড়া হয়ে ঢাকা রুটে বাস চলাচল করে। তবে রাজশাহী-নাটোরের লোকাল বাস পুরোপুরি বন্ধ থাকে। পরে প্রশাসনের উদ্যোগে রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের নিয়ে বৈঠক করে সমস্যা সমাধান করা হয়।