রাজধানীতে ৭২৩৬টি মামলা; ৩৪,০৫,৭৯০ টাকা জরিমানা

প্রকাশ : ১৭ জুন ২০১৯, ১৩:০৬

সাহস ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় অভিযান চালিয়ে ট্রাফিক ৩৪,০৫,৭৯০ টাকা জরিমানা ও ৭২৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ'র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৪৮টি গাড়ি ডাম্পিং ও ৭৪৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি'র ট্রাফিক বিভাগ জানায়। হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১১৫টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৭৪৯টি, বিভিন্ন স্টিকার ব্যবহারের জন্য ১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২২টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৫৫৭টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৮টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৭টি মামলা করা হয়।

১৬ জুন (রবিবার) দিনভর ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত