চাঁপাইনবাবগঞ্জে ধানের চারা রোপন যন্ত্র প্রদর্শনী

প্রকাশ : ১৪ জুন ২০১৯, ১৭:৫০

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হোসেনডাঙ্গা এলাকায় ধানের চারা রোপন যন্ত্রের (রাইস প্লানটেশন মেশিন) প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকালে চীনে তৈরী এই যন্ত্র আমদানীকারক প্রতিষ্ঠান নাটোরের হোসেন এন্ড কোং স্থানীয কৃষি কর্মকর্তাদের সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

নবাবগঞ্জ সরকারি কলেজের অব. শিক্ষক ড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালেহ আকরাম।

সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, চীনা কৃষি যন্ত্র বিশেষজ্ঞ মি. লু, চাঁপাইনবাবগঞ্জ হটিকালচার সেন্টারের জার্মপ্লাজম অফিসার কৃষিবিদ জহুরুল ইসলাম, আয়োজক প্রতিষ্ঠান কর্মকর্তা আবু শাহরিয়ার ইমন,সালাহউদ্দিন শুভ প্রমুখ।

এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা আহমেদ আবু আল আমিন, মো. আমানুল্লাহ, তোফায়েল আহমেদ সহ স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত