প্লাস্টিকের নামে সিমেন্ট আমদানি করায় প্রাণ গ্রুপের নামে মামলা

প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১৬:১৩

সাহস ডেস্ক

প্লাস্টিকের নামে সিমেন্ট আমদানি করায় প্রাণ গ্রুপের নামে মামলা করেছে চট্টগ্রাম কাস্টমস্‌ কর্তৃপক্ষ। ঘটনায় ৩০টি কন্টেইনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস্‌ কর্তৃপক্ষ।

জানা যায়, প্লাস্টিকের নামে আনুমানিক ৫ লক্ষ ৬৬ হাজার মার্কিন ডলার মূল্যের সিমেন্ট আমদানি করেছিলো প্রাণ ডেইরি। চট্টগ্রাম বন্দরে সিমেন্টের এই চালান এসে পৌছায় ২৬ মে। সেদিনই চালান ছাড়িয়ে নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয় প্রাণ গ্রুপ।

৬ জুন কাস্টমস্‌ কর্তৃপক্ষ ওই চালানের দুটি কন্টেইনার খুলে সেখানে প্লাস্টিকের বদলে সিমেন্ট দেখতে পায়। এরপর ১১ জুন ওই ৩০টি কন্টেইনারে ১১,৫১০ মেট্রিক টন সিমেন্ট পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফখরুল আলম বলেন, ভূয়া তথ্য দেওয়ায় আমদানিকারক প্রাণ গ্রুপের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

প্লাস্টিকের আমদানি শুল্ক ৩২ এবং সিমেন্টের ৯১ শতাংশ। কর্তৃপক্ষের ধারণা, শুল্ক কর ফাঁকি দিতেই প্লাস্টিকের নাম করে সিমেন্ট আমদানি করেছে প্রাণ গ্রুপ।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত