বাঁশের ভেলায় ভরসা

প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১২:৪০

নুর উদ্দিন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের দুই হাজার মানুষদের লাউয়া নদী পারাপারে ভরসা বাঁশের ভেলায়। বাঁশের ভেলায় পারাপারে মানুষজন ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি থাকলেও সাড়া দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়দের উদ্যোগে নির্মিত বাঁশের ভেলা দিয়েই প্রতিনিয়িত নদী পারাপার হচ্ছেন এখানকার নারী পরুষ, বৃদ্ধ, শিশুসহ নানা শ্রেণিপেশার মানুষ। প্রতিদিন এই ভেলায় স্কুল কলেজে যাচ্ছেন শিক্ষার্থীরা। হাটবাজার, জেলা শহর ও অন্য গন্তব্যে যেতে এই ভেলাই ব্যবহার করে থাকেন এখানকার মানুষরা। প্রতিকূল পরিবেশ বা দুর্যোগকালীন সময়ে নদী পারাপার করতে গিয়ে ঘটে হিতে বিপরীত।

সাবেক ইউপি সদস্য এসএম রাবেদ বলেন, বছরের প্রায় ৭ মাস পানিবন্দি থাকেন ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের কয়েক হাজার মানুষ। নদীর ওপারে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকলেও এপারের মানুষদের দুর্ভোগের শেষ নাই।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, লাউয়া নদীর উপর ব্রিজ নির্মাণের বিষয়টি পরিকল্পনায় আছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত