আনারসের গ্রাম আশাউড়া

প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১২:২৮

নুর উদ্দিন

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের একটি গ্রাম আশাউড়া। দীর্ঘদিন ধরে এ গ্রামে উৎপাদিত হচ্ছে রসে, সুঘ্রাণে ও স্বাদে অতুলনীয় আনারস। আনারস চাষের সফলতা দেখে আশপাশের আরও দু’একটি গ্রামে শুরু হয়েছে আনারস চাষ।

বাগান মালিকরা বলেন, বাণিজ্যিকভাবে আনারস চাষের সঠিক উদ্যোগ এখনও নিচ্ছে না স্থানীয় কৃষি অফিস। উদ্যোগ নিলে উপকৃত হতেন বাগান মালিকরা।

জানা যায়, আশাউড়া গ্রামের ছোট ছোট পাহাড়ে প্রায় ৪০ বছর আগে আনারস চাষ শুরু হয়। বাগান মালিকরা নিজ উদ্যোগেই আনারসের চাষ শুরু করেন। কালেংগা বা করাতি জাতের স্থানীয় এ আনারসের চাষ হয়। বাগান রয়েছে প্রায় ১২৫টি। প্রতি বাগানে অন্তত ১১ হাজার আনারস উৎপাদন হয়েছে। এই হিসাবে ১৩ লাখ ৭৫ হাজার আনারস উৎপাদন হয়েছে।

এখানকার উৎপাদিত আনারস নিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন বসে আনারসের হাট। বিষ মুক্ত এ আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিদিন আনারস হাটে লক্ষাধিক টাকার ওপর বিক্রি হয়।

আনারসের বাগানের মালিক আকাশ দাস জানান, আনারস প্রতি শ ৩ হাজার টাকা করে বিক্রি করছেন তিনি। এতে প্রতিটি আনারসের দাম পড়েছে ৩০ টাকা করে। আনারসের বাগানের মালিক আপন মিয়া বিক্রি করছেন সাড়ে তিন থেকে ৪ হাজার টাকা প্রতি শ।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বশির আহমদ জানালেন, আশাউড়ায় এবার আনারসের উৎপাদন বেড়েছে, নতুন নতুন বাগান হয়েছে। কৃষকদের চাষাবাদে সহযোগিতাসহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত