পুরুষের চেয়ে নারী ৩ বছর বেশী বেঁচে থাকেন

প্রকাশ : ১২ জুন ২০১৯, ১৮:২০

সাহস ডেস্ক

বাংলাদেশের জনগনের গড় আয়ু বর্তমানে ৭২.৩ বছর। এমন তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বুধবার (১২ জুন) আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান হয়।

প্রতিবেদনে বলা হয়, পুরুষের গড় আয়ু ৭০.৮ বছর আর নারী ৭৩.৮ বছর। যেখানে ২০১৭ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর। ২০১৬ সালে ৭১.৬, ২০১৫ সালে ৭০.৯, ২০১৪ সালে গড় আয়ু ছিলো ৭০.৭ বছর। ২০১৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭০.৪ বছর। ২০০৮ সালে গড় আয়ু ছিলো ৬৬.৮ বছর।

প্রতিবেদনে দেখা যায়, গড়ে পুরুষের চেয়ে নারী ৩ বছর বেশী বেঁচে থাকেন।

এ সময় প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক বলেন, নারীদের রোগবালাই কম হয়। তারা উচ্চ রক্তচাপে কম ভোগেন। তাই তাদের গড় আয়ু বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতি বছর এই রিপোর্ট প্রকাশ করে থাকে। যেখানে জন্ম, মৃত্যু, আয়ুষ্কাল এসব নিয়ে তথ্য পাওয়া যায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানায়, দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রয়েছে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮.১৩%। মাথাপিছু আয়ের পরিমাণ ১ হাজার ৯০৯ ডলার। এ ছাড়া অর্থনৈতিক ও সামাজিক সূচকে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে। দেশে দারিদ্রের হার কমছে। ক্ষুধামুক্ত দেশ সব খাতে এগিয়ে যাচ্ছে। এমএসভিএস প্রকল্পের ২০১৮ সালের জরিপে উঠে এসেছে এরকম চিত্র।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত