মোহাম্মদপুরে বাসের ধাক্কায় নিহত ১; আহত ৩

প্রকাশ : ১২ জুন ২০১৯, ১৭:৫৪

সাহস ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন সিএনজি চালক। ঘটনায় আহত হয়েছে সিএনজিতে থাকা তিন যাত্রী। বুধবার (১২ জুন) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সিএনজি চালকের নাম তোফাজ্জেল হোসেন। আহত যাত্রীরা হলেন নিপুন চন্দ্র রায়, করুণা রায় ও রেখা রায়।

দুর্ঘটনার পরে আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টার দিকে তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহতের গ্রামের বাড়ি ভোলা বোরহানউদ্দিন উপজেলার বাতেনবাড়িতে। তিনি ঢাকায় মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় থাকতেন। 

দুর্ঘটনায় আহত করুণা রায়ের স্বামী কৌশিক রায় জানিয়েছেন, তাদের বাড়ি পটুয়াখালির গলাচিপা উপজেলায়। ভোরে লঞ্চ যোগে তারা তিনজন সদরঘাট নামেন। সেখান থেকে সিএনজি যোগে ধানমন্ডি শংকর আসার পথে মোহাম্মদপুরের বেড়িবাঁধ বোর্ডঘাট এলাকায় এলে পেছন থেকে একটি বাস ওভারটেক করার সময় সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে যায়।

নিহত তোফাজ্জেল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে, আহতদের মধ্যে নিপুন চন্দ্র রায়ের অবস্থা গুরুতর।

ঘটনার পরপর বাসটি পালিয়ে যায়। বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। 

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত