বিএসএমএমইউ'তে আন্দোলনকারীদের নামে মামলা দায়ের

প্রকাশ | ১২ জুন ২০১৯, ১৬:০৫

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা বন্ধের দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ জুন) রাতে শাহবাগ থানায় মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মারুফ সরদার।

মারুফ সরদার বলেন, ‘হাসপাতালের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ বাদী হয়ে ১৫ জন নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ জনের বিরুদ্ধে মামলাটি করেন। আমরা বিয়টি তদন্ত করে দেখছি।’

এর আগে সোমবার (১০ জুন) ২০ জনের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। সেদিন পরে ১৫ জন আন্দোলনকারী ভিসি'র সাথে 

দেখা করতে চাইলে পুলিশ ও আনসারের লাঠিপেটায় আহত হন।

গত ২০ মার্চ অনুষ্ঠিত ২০০ জন চিকিৎসক নিয়োগ পরীক্ষার ফলাফল গত ১২ মে দুপুরে প্রকাশ হয়। পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে অর্ধশতাধিক চিকিৎসক বিক্ষোভ শুরু করেন।

সাহস২৪.কম/জয়