‘যেকোনো সময়েই গ্রেপ্তার হবেন ওসি মোয়াজ্জেম’

প্রকাশ | ১২ জুন ২০১৯, ১৩:৫১

অনলাইন ডেস্ক

নুসরাত জাহান রাফী হত্যাকান্ডে জড়িত ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন দেশেই আছেন। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (১২ জুন) রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘কারা অধিদফতরের উদ্ভাবনী মেলা ও শোকেসিং-২০১৯’ অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওসি মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সি মোয়াজ্জেম হোসেনকে ধরা যাচ্ছে না বিষয়টা ঠিক না। তার বাহিরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি দেশেই আছেন। আর যেকোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হবে।’

এর আগে রংপুর পুলিশ রেঞ্জ থেকে জানানো হয়, ওসি মোয়াজ্জেম হোসেন বেশ কিছুদিন যাবৎ অনুপস্থিত রয়েছেন। তাছাড়া তার ব্যবহাত করা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে মোয়াজ্জেম হোসেনের পলায়নের খবর প্রকাশিত হলে আবারও নড়েচড়ে বসে প্রশাসন।

সাহস২৪.কম/জয়