লালমনিরহাটে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশ : ০৭ জুন ২০১৯, ১৭:০০

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝাড়া সীমান্ত থেকে আতাবুল হক (৩০) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার সকালে ঠ্যাংঝাড়া সীমান্তে ৯০৭নং মেইন পিলারের ৯নং সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। আতাবুল হক ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের খোকা শেখের ছেলে।

বিজিবি জানায়, উপজেলার ঠ্যাংঝাড়া সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় ভারতের আরকেবাড়ী ১৪৩নং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর টহল দল তাকে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আতাবুলকে (২৮) আটক করে বিএসএফ।

রংপুর-৫১ বিজিবি পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আতাবুল একজন গরু পারাপারকারী। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত