ঈদের ছুটিতে চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

প্রকাশ : ০৬ জুন ২০১৯, ১৮:০৮

সাহস ডেস্ক

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঈদের ছুটিতে অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর মতো দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানাটিতে দর্শনার্থীর সংখ্যা দুই লাখের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গোটা রাজধানীতে হাতে গোনা যে কয়টি বিনোদন কেন্দ্র রয়েছে, তার মধ্যে জাতীয় চিড়িয়াখানা একটি। ঈদের দিন আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকায় লোক কিছুটা কম হলেও দ্বিতীয় দিনে এসে দর্শনার্থীদের ঢল নেমেছে এখানে। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিটে কেটে প্রবেশসহ ভেতরের প্রতিটি খাঁচার সামনে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে।

বিপুল সংখ্যক মানুষের চাপ এ বিষয়টি বাদ দিলে চিড়িয়াখানার ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি সন্তুষ্ট দর্শনার্থীরা। তবে চিড়িয়াখানার প্রবেশ মুখে লম্বা লাইন, বাসসহ বিভিন্ন যানবাহন থাকা নিয়ে দুর্ভোগে পড়তে হয়েছে দর্শনার্থীদের অনেককে।

এ বিষয়ে চিড়িয়াখানার কিউরেটর এসএম নজরুল ইসলাম বলেন, পার্কিংয়ের বিষয়টি অন্যদের হাতে। তবে বাসগুলোকে আরও দূরে রাখার বিষয়ে ব্যবস্থা চলমান।

চিড়িয়াখানায় এ মুহূর্তে ১৩৭ প্রজাতির দুই হাজার ৭৯৪টি প্রাণী রয়েছে বলেও জানান কিউরেটর নজরুল ইসলাম। তবে দর্শনার্থীদের অনেকে চিড়িয়াখানায় আরও বেশি প্রাণী রাখার দাবি জানিয়েছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত