ঈদগাহে শুধুমাত্র জায়নামাজ বহন করতে পারবেন মুসল্লিরা

প্রকাশ | ০৩ জুন ২০১৯, ১৩:২০

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরে ঈদের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে আগত মুসল্লিরা শুধুমাত্র জায়নামাজ ব্যতীত অন্য কিছু বহন করতে পারবেন না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই কথা গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

'ঈদ জামাতকে কেন্দ্র কোনো ধরনের হুমকি নেই' উল্লেখ করে, ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহের ভেতরে চারপাশের এলাকায় সিসি ক্যামেরা লাগানো থাকবে। পুলিশের কন্ট্রোল রুম থেকে এগুলোর ফুটেজ মনিটরিং করা হবে। এছাড়াও আগত মুসল্লিদের তিন ধাপে তল্লাশি করে ঈদগাহে প্রবেশ করতে দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার প্রমুখ।

তবে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় মুসল্লিরা প্রয়োজনে ছাতা ব্যবহার করতে পারবেন।

সাহস২৪.কম/জয়