ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ | ০২ জুন ২০১৯, ১৩:৩৭

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের রশিদপুর এলাকায় সিলেট-আখাউড়া রুটের ‘কুশিয়ারা এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকা-সিলেট রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

২ জুন (রবিবার) সকাল সোয়া ১০টায় লাইনচ্যুত হয় ট্রেনটি। এ তথ্যটি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম খান।

তিনি বলেন, 'ইতোমধ্যে একটি বগি উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে ইঞ্জিন রয়েছে। উদ্ধারকারী ট্রেন যাচ্ছে। ইঞ্জিন উদ্ধার করতে পারলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।'

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, 'সকাল ১০টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ারা ট্রেনটি রশিদপুরে যাওয়ার পর ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার বিষয়ে জানিয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। আখাউড়া থেকে উদ্ধাকারী ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।'

এতে করে ঢাকা থেকে সিলেটগামী ঈদে ঘরে ফেরা যাত্রীরা বিপাকে পড়েছেন। তবে শ্রীমঙ্গল রেল স্টেশনের প্রধান মাস্টার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, দুপুর দেড়টার পর ট্রেন লাইন স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা।

সাহস২৪.কম/জয়