দেড় ঘন্টা পর আবারোও লঞ্চ চলাচল স্বাভাবিক

প্রকাশ | ০২ জুন ২০১৯, ১৩:৩৪

অনলাইন ডেস্ক

সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। দুপুর ১২টার পর থেকেই আবার চলাচল শুরু করে লঞ্চগুলো।

বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক (সদরঘাট) দিনেশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। দিনেশ কুমার সাহা জানান, দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দর সমূহে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। মূলত সে কারণে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।

এর আগে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আবু জাফর জানান, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া, ঢাকার নদীবন্দরে ২ নম্বর সংকেত থাকার কথাও উল্লেখ করেছেন আবু জাফর হাওলাদার।

আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে আবারোও চালু করা হলো নৌ চলাচল। এতে করে ঈদে ঘরমুখো যাত্রীরা শঙ্কা থেকে মুক্ত হলেন।

সাহস২৪.কম/জয়