বিমানের ২ ফ্লাইট বাতিল, ৩টির সময় পরিবর্তন

প্রকাশ : ০২ জুন ২০১৯, ১৩:৩০

সাহস ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে আজ রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেটগামী ও ফিরতি দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া বিমানের তিনটি ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ আজ সকালে এই তথ্য জানান।

বিমান সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে আজ ভোররাত সাড়ে চারটার সিলেটগামী বিজি ৪০৫ ও ফিরতি ৪০৬ ফ্লাইট বাতিল করা হয়েছে।

একই কারণে তিনটি ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত সময় অনুযায়ী ঢাকা থেকে সৈয়দপুরগামী ফ্লাইট বিজি ৪৯৩/৪৯৪ বেলা একটায়, বিজি ৪৯৫/৪৯৬ সন্ধ্যা সোয়া ছয়টায় ও যশোরগামী বিজি ৪৬৫/৪৬৬ বিকেল চারটায় যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত