শিবগঞ্জে মোবাইল কোর্টে মসলা মিল মালিককে জরিমানা

প্রকাশ : ০২ জুন ২০১৯, ০১:২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর এলাকায় হলুদ ও মরিচ গুড়ো করার একটি মিলে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়। এ সময় নিম্নমানের পঁচা চালের গুড়া মিশিয়ে মশলার ওজন বাড়ানোর কাজে মিল মালিকের জড়িত থাকার প্রমাণ মিললে মিল মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (১ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট। 

পরে মিল মালিক ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না মর্মে জনসম্মুখে অঙ্গীকার করে তাৎক্ষণিক অর্থদণ্ড পরিশোধ করায় তাকে মুক্তি দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট বরমান হোসেন। এ সময় শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজাসহ পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত