কিছু আইনের কারণে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ | ০১ জুন ২০১৯, ২১:৩৪

অনলাইন ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘কিছু আইনের কারণে কার্যক্রমে জটিলতা তৈরি হয় বিধায় এসব আইনের সংস্কার প্রয়োজন। নিয়ম ও আইনের বেড়াজালে অনেক কিছুই সময়মতো করা যায় না। বিভিন্ন বন্দর থেকে আসা রাজস্ব এনবিআরে না গিয়ে অন্য উপায়ে সরাসরি সরকারি কোষাগারে আনার ব্যবস্থা করতে হবে।’

১ জুন (শনিবার) রাজধানীর একটি হোটেলে জেসিআই বাংলাদেশ ও সমকালের যৌথ আয়োজনে ‘তারুণ্যের ভাবনা-প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এনবিআরের কিছু আইন আছে তারা মানবেই। কিছু আইনের কারণে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়। তাই আমাদের অনেক কিছুই সংস্কারের প্রয়োজন আছে। পুরাতন আমলের আইনও সংস্কার করা দরকার।’

আমলাতান্ত্রিক জটিলতা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে আমলাতান্ত্রিক জটিলতা আছে। হয়তো আইনে আছে কোনো ফাইল সই করতে ডিসিদের ২০ দিন সময় নিতে হবে। হয়তো এই ফাইল একদিনেই সই করা যায়।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘যে কাজ একদিনে হওয়ার কথা সেই কাজ ২০ দিনে করা হচ্ছে। অনেক সময় ২০ দিনেও হয় না, আরও ১০ দিন সময় নেয়া হয়। এসব কাজে আমলাতন্ত্রিক জটিলতা দূর করতে হবে।’