টানা ৮ দিনের ছুটিতে সোনামসজিদ স্থলবন্দর

প্রকাশ | ০১ জুন ২০১৯, ১৫:০৩

পবিত্র ঈদ-উল-ফিতর, শব-ই-কদর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার (১ জুন) থেকে টানা ৮ দিনের জন্য বন্ধ হয়ে গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর। ছুটি শেষে আগামী ৯ জুন বৃহস্পতিবার থেকে পূণরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম  শুরু হবে। তবে পাসপোর্টধারীদের ভারত যাতায়াতে এর মধ্যে প্রতিদিনই ইমিগ্রেশন খোলা থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক মেসবাহুল ইসলাম শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ব্যাপারে ইতোমধ্যে সোনামসজিদ ও বিপরীতে ভারতের মহদীপুর স্থলবন্দর সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সকল পক্ষের মধ্যে সমন্বয় করে পত্র ইস্যু করা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ