সাতক্ষীরা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ৩১ মে ২০১৯, ১৫:০৫

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা প্রেসক্লাবে হামলায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রেসক্লাব সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-ইলাহির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুভাষ চৌধুরী, আনিসুর রহিম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, এম.কামরুজ্জামানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক নেতারা।

ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমদে বাপী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ২৪ জনের নামসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে বক্তারা সাতক্ষীরা প্রেসক্লাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

মানববন্ধন শেষে দুপুর ১২টায় প্রেসক্লাবের স.ম আলাউদ্দিন মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এ ঘটনার প্রতিবাদে শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে নাগরিক মঞ্চ, বিভিন্ন রাজনৈতিক দলসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় এবং পর্যায়ক্রমে সাতটি উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাহস২৪.কম/রিয়াজ