ফণী ক্ষতিগ্রস্তদের চীনের এক লাখ ডলার সহায়তা

প্রকাশ : ৩০ মে ২০১৯, ১৮:৫৩

সাহস ডেস্ক

বাংলাদেশে ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্তদের জন্যে এক লাখ ডলার সহায়তা দিয়েছে চীন। রেড ক্রস সোসাইটি অব চায়নার পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে এ সহায়তা দেয়া হয়।

বৃহস্পতিবার (৩০ মে) বাংলাদেশে চীনের দূতাবাসের মাধ্যমে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

চীনের দূতাবাসে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিনের কাছে চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের দায়িত্বরত পরিচালক নাজমুল আযম খান, সহকারী পরিচালক এনায়েতুল্লাহ একরাম পলাশসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে হাজার বছরের সম্পর্ক রয়েছে। চীনের সহায়তা অর্থ উপকূলীয় অঞ্চলের জনগণের জীবিকায়নে ব্যবহার হবে জেনে খুশি হয়েছি। চীনের গৃহীত বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। বাংলাদেশে চীন তাদের মানবিক কর্মকাণ্ড আরও বাড়াবে বলেও রাষ্ট্রদূত উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত