এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ জুলাই

প্রকাশ : ২৯ মে ২০১৯, ১৬:২৬

সাহস ডেস্ক

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুলাই দিন ঠিক করেছেন আদালত।

বুধবার (২৯ মে) মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জালাল উদ্দিন আজ প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

বুধবার ভবনটির বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভিরুল ইসলাম এবং ভবনের জমির মালিক প্রকৌশলী এসএমএইচ আই ফারুক আদালতে হাজিরা দেন। মামলাটিতে গত ১১ এপ্রিল তাসভিরুল ইসলাম এবং ৬ মে এসএমএইচআই ফারুক জামিন পান। গত ৩০ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশান বারিধারা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে ফারুককে।

গত ২৮ মার্চ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফআর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। পরে জানা যায়, ১৮তলার অনুমোদন নিয়ে ভবনটি ২৩তলা করা হয়েছিল এবং অগ্নিনিরাপত্তার যথাযথ ব্যবস্থা সেখানে ছিল না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত