পোশাক খাতে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে বিজিএমইএ

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৮:২২

সাহস ডেস্ক

দেশের তৈরি পোশাক খাতের আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য ৫ বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

২৭ মে (সোমবার) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে উল্লেখিত পরিমাণ অর্থ বরাদ্দ রাখার দাবি জানান সংগঠনের সভাপতি ড. রূবানা হক। 

তিনি বলেন, ‘সব ধরনের পোশাক রপ্তানির উপর রপ্তানি মূল্যের ৫ শতাংশ হারে ভর্তুকির অর্থ একক প্রণোদনা হিসেবে বছরে ১১ হাজার ৭২৪ কোটি টাকা সরকার পোশাক রপ্তানিকারকদের দিতে পারে।’

একইভাবে আগামী ৫ বছর ৫৮ হাজার ৬২০ কোটি টাকার প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানান রূবানা হক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত