সড়কে চা পাতা ফেলে ন্যায্যমূল্যের দাবি

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৬:৫৭

ডিজার হোসেন বাদশা

পঞ্চগড়ে কৃষকের উৎপাদিত চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করা, ওজনের সময় পার্সেন্টেস কর্তন বন্ধসহ হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ করেছেন চা চাষিরা।

সোমবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকার কয়েক শতাধিক চা চাষি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের শেরে বাংলা পার্কের সামনে রাস্তায় শুয়ে এ প্রতিবাদ জানান।

পঞ্চগড় জেলার চা চাষি/চা অধিকার বাস্তবায়ন কমিটির এই প্রতিবাদ সভার আয়োজন করে।

এসময় চা চাষি/চা অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি সায়েদ আলী লিখিত বক্তব্যে জানান, জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে চা চাষি, চা বোর্ড ও কারখানার মালিকদের সাথে যৌথ আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী উৎপাদিত চা পাতার মূল্য প্রতি কেজির ২৪ টাকা নির্ধারণ করা হয়। চা কারখানার মালিকদের গঠিত সিন্ডিকেট সে সিদ্ধান্ত না মেনে প্রতি কেজি চা পাতা মাত্র ১৫ টাকায় কিনতে বাধ্য করছে। এছাড়া প্রতি কেজি চা পাতার ওজনে ২৫% থেকে ৪০% কর্তন করছে। ফলে চা উৎপাদন করে চা চাষীরা চরম বিপাকে পড়েছেন।

অচিরেই এ অবস্থার পরিবর্তন না বৃহৎ আন্দোলনে নামার কথা জানান চা চাষিরা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত