x

এইমাত্র

  •  মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা মোজাফফর আহমদ আর নেই

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬শ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

প্রকাশ : ২২ মে ২০১৯, ১২:৫৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ৬শ বোতল ফেন্সিডিলসহ রুহুল আমিন (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। তিনি উপজেলার মোল্লাটোলা উপচকপাড়া গ্রামের সামাদ মিয়ার ছেলে।

গত মঙ্গলবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে আজমতপুর সীমান্তের উনিশবিঘা নামক এলাকায় ফাঁদ পেতে এ অভিযান চালায় বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মাহামুদুল হাসান বুধবার (২২ মে) জানান, মাদক চোরাচালানের গোপন খবরে মঙ্গলবার দুপুরে সীমান্তের ১২৫ গজ ভেতরে ফাঁদ পাতে বিজিবি। এসময় কয়েকজন চোরাকারবারী ভারত হতে বাংলাদেশে প্রবেশ করলে তাদের চ্যালেঞ্জ করা হয়। সঙ্গে সঙ্গে তারা সাথের ব্যাগ ফেলে ভারতের ভেতরে পালিয়ে যায়। তবে বিজিবি টহল দল ধাওয়া করে ৬শ বোতল ফেন্সিডিলসহ রুহুল আমিনকে গ্রেপ্তারে সক্ষম হয়। 

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানান অধিনায়ক।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত